কলম্বিয়ায় ইয়েলো ফিভারের প্রাদুর্ভাব

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় পীতজ্বর বা ইয়েলো ফিভারের সংক্রমণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতির অবনতির কারণে বুধবার (১৬ এপ্রিল) দেশজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার।

পীতজ্বর একটি ভাইরাসজনিত রোগ, যা সাধারণত এডিস এবং হেমাগোগাস মশার কামড়ের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হওয়ার পর জ্বর, মাথাব্যথা, বমি, পেশী ও পেট ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পীতজ্বরের মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। যা এই রোগকে আরও ভয়াবহ করে তুলছে। এক সময় শুধুমাত্র গ্রামীণ অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ভাইরাসটি শহর ও শহরতলীর দিকেও ছড়িয়ে পড়ছে।

কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী গুয়ের্মো হারামিল্লো জানিয়েছেন, গত বছর থেকে দেশটিতে পীতজ্বরের প্রকোপ বাড়ছে। তার ভাষায়, “গত বছর থেকে এ পর্যন্ত আমরা অন্তত ৭৪ জন পীতজ্বরে আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছি এবং এর মধ্যে ৩৪ জনের মৃত্যুর ঘটনা সরকারের কাছে নিশ্চিত রয়েছে।”

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে শুধুমাত্র স্বাস্থ্যগত জরুরি অবস্থাই নয়, অর্থনৈতিক জরুরি অবস্থাও ঘোষণা করেছেন। তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সবাই দ্রুত টিকা গ্রহণ করেন।

তিনি আরও সতর্ক করে বলেন, “যারা এখনো টিকা নেননি, তারা আসন্ন ইস্টার উপলক্ষে উচ্চঝুঁকিপূর্ণ এলাকায়, বিশেষ করে কফি চাষের এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকুন।”

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা, মশা নিধন কর্মসূচি ও স্বাস্থ্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

তথ্যসূত্র: রয়টার্স

Leave a Reply