ঈদের আনন্দে সারাদিনের কর্মব্যস্ততা ও ঘোরাঘুরির পরে রাতে যখন ঘরে ফেরা হয়, তখন শরীর একদমই আর সয় না। সকালের সময়টায় যত্ন করে মেকআপ করা হলেও রাতের ক্লান্তিতে অনেকেই আর তা তুলতে ইচ্ছুক হন না। কিন্তু জানেন কি, এ অভ্যাস ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে?
দিন শেষে মুখের মেকআপ না তুলে ঘুমিয়ে পড়ার কারণে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, যা ব্রণসহ নানা সমস্যার সৃষ্টি করে। অনেক সময় আমরা ক্লিনজার কিংবা কেমিক্যালযুক্ত রিমুভার দিয়ে ত্বক পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু এতে করে আবার অন্য এক বিপদের সম্মুখীন হতে হয়। কারণ মেকআপের রাসায়নিক উপাদান সরাতে গিয়ে কেমিক্যাল রিমুভার ব্যবহার করলে ত্বক আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে।
সাধারণ ক্লিনজারের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন প্রাকৃতিক কিছু উপাদান, যা ত্বককে ক্ষতি না করেই মেকআপ দূর করতে সাহায্য করবে।
অলিভ অয়েল অত্যন্ত কার্যকর একটি প্রাকৃতিক মেকআপ রিমুভার। এটি শুধু মেকআপ তোলায় নয়, বরং ত্বকের পরিচর্যাতেও সাহায্য করে। চাইলে তিসির তেল কিংবা তিলের তেলও ব্যবহার করা যেতে পারে। যেকোনো ধরনের তেলের সঙ্গে অল্প পরিমাণ পানি মিশিয়ে নিন। এরপর পরিষ্কার তুলায় নিয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করুন। ভারী মেকআপও এভাবে সহজেই উঠে আসবে।
যদিও নারিকেল তেলও কার্যকর, তবে এর ঘনত্ব বেশি হওয়ায় ব্যবহারে কিছুটা অসুবিধা হতে পারে। তাই তুলনামূলকভাবে কম ঘন তেল ব্যবহার করাই ভালো। চোখের কাজল কিংবা মাসকারা তুলতে তেল বেশ কার্যকর, তবে অবশ্যই সাবধান থাকতে হবে যেন তেল চোখের ভেতরে না ঢুকে পড়ে।
শসার রস মেকআপ তুলতে বেশ উপকারী। এটি শুধু রিমুভার হিসেবেই নয়, ত্বকের প্রশান্তির জন্যও বেশ ভালো। মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললেই মেকআপ অনেকটা উঠে যাবে।
টমেটোর রসও কার্যকর একটি প্রাকৃতিক মেকআপ রিমুভার। এটি ত্বকে ম্যাসাজ করে ব্যবহার করলে মেকআপ ধীরে ধীরে উঠে আসবে এবং ত্বকও সতেজ দেখাবে।
টকদইয়ের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করলে ত্বক পরিষ্কার হয় এবং লিপস্টিকও সহজেই উঠিয়ে ফেলা যায়। তুলায় এই মিশ্রণ লাগিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন।
ঈদের ব্যস্ততায় কিংবা ক্লান্তির কারণে মেকআপ না তুলেই ঘুমিয়ে যাওয়া আপনার ত্বকের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই রাসায়নিক উপাদানযুক্ত ক্লিনজারের পরিবর্তে ঘরোয়া ও প্রাকৃতিক উপায় ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। একটু সচেতন হলেই আপনার ত্বক থাকবে সুস্থ ও উজ্জ্বল।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ