হিরো আলম রিয়া মনিকে ডিভোর্সের ঘোষণা দিলেন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ হিরো আলম ঘোষণা দিয়েছেন, তিনি তার স্ত্রী রিয়া মনিকে ডিভোর্স দেবেন। বৃহস্পতিবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে গতকাল বুধবার ফেসবুকে এক পোস্টে স্ত্রী রিয়া মনিকে ‘বয়কট’ করার ঘোষণা দেন হিরো আলম। এ বিষয়ে তিনি বলেন, “জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে ছিলেন না রিয়া মনি। এজন্যই আমি তাকে বয়কট করেছি।”

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “২০১৭ সালে আমার প্রথম স্ত্রী বগুড়ায় আমার বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমাদের সংসার ভেঙে যায়। এরপর ২০২২ সালে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বনিবনা না হওয়ায় সে সম্পর্কেরও ইতি ঘটে।”

তিনি আরও বলেন, “এরপর রিয়া মনির সঙ্গে আমার পরিচয় হয়, যিনি আমার প্রযোজিত সিনেমার নায়িকা ছিলেন। পরে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।”

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “এর আগে অনেকবার আমি রিয়া মনিকে ক্ষমা করেছি। কিন্তু এবার আর নয়। আমি তাকে বয়কট করেছি মানে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। আমি যখন ঢাকা যাব, তখন তার সঙ্গে আলাদা হয়ে যাব। সে আমার বিরুদ্ধে যেসব কথা বলছে, সেগুলোর প্রমাণ দিতে হবে।”

গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক মারা যান। পরদিন বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় রিয়া মনিকে পাশে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন হিরো আলম।

নানান নাটকীয়তা ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন হিরো আলম। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভবিষ্যতে এই সিদ্ধান্ত কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply