মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক সফল অভিযানে হারানো, চুরি ও ছিনতাইকৃত মোট ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোনের ব্যাপারে মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত একমাসের মধ্যে শেরেবাংলা নগর থানা পুলিশ উদ্ধার করেছে ৬৩টি মোবাইল ফোন, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩২টি, আদাবর থানা ৩২টি এবং তেজগাঁও থানা ৩০টি মোবাইল ফোন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের নেতৃত্বে তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।

প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত অনেকেই পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, এত দ্রুত সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাবেন, তা ভাবতেও পারেননি। পুলিশের এমন আন্তরিক উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply