ঢালিউডের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রী নুসরাত ফারিয়া ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার তাঁর কোনো নতুন সিনেমা নয়, আলোচনার মূল কারণ সামাজিক মাধ্যমে তাঁর সাহসী উপস্থিতি। ইনস্টাগ্রামে সম্প্রতি পোস্ট করা কয়েকটি আবেদনময়ী ছবিকে ঘিরেই ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
সম্প্রতি ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ‘জ্বীন ৩’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। যদিও সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি, তবে সিনেমার ‘কন্যা’ শিরোনামের গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। গানে তাঁর নাচ ও পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গানের দৃশ্য ভাইরাল হয়েছে।
মঙ্গলবার, ১৬ এপ্রিল দুপুরে নুসরাত ফারিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু নতুন ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাঁকে দেখা যায় একেবারে সাহসী লুকে, যা তাঁর আগের লুকগুলো থেকে আলাদা এবং দারুণ আবেদনময়। প্রকাশের পরপরই ছবিগুলো নিয়ে শুরু হয় চর্চা— হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে যায় তাঁর পোস্ট। ভক্তদের অনেকে প্রশংসায় ভাসিয়েছেন তাঁকে, আবার কেউ কেউ বিস্মিত হয়েছেন এই নতুন রূপ দেখে।
শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ নন নুসরাত ফারিয়া— তিনি জানেন কীভাবে নিজেকে বিভিন্ন মাত্রায় উপস্থাপন করতে হয়। সিনেমায় যেমন দর্শকদের মন জয় করেন, তেমনি সামাজিক মাধ্যমেও তিনি হয়ে ওঠেন আলোচনার বিষয়। তার প্রতিটি নতুন লুক, স্টাইল ও সাহসী পদক্ষেপ দর্শকদের নজর কাড়ে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ