ভারতের ব্যাঙ্গালুরুর এক কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক সোনু নিগম। অনুষ্ঠানে উপস্থিত এক ছাত্রের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি মন্তব্য করেন, “এই কারণেই তো পেহেলগামে হামলা হয়েছিল।” তার এই মন্তব্যকে ঘিরেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় যখন অনুষ্ঠানে সোনু নিগম কন্নড় ভাষায় গান না গাওয়ায় এক ছাত্র তার সঙ্গে দুর্ব্যবহার করেন। গায়কের ভাষ্যমতে, ওই ছাত্র কন্নড় ভাষায় গান গাওয়ার জোরাজুরিতে অশালীন আচরণ করে। বিষয়টিকে তিনি অত্যন্ত অপমানজনক বলে মনে করেন।
এই ঘটনার পর একটি ভিডিও বার্তায় সোনু নিগম বলেন, “আমি এমন একটা ছেলের সামনে গান গাইছি, এটা আমার পছন্দ হয়নি। আমার থেকে বয়সে ছোট হওয়ার পরও এই আচরণ করছে। পহেলগাঁওয়ে যা ঘটেছে তার কারণ এটাই, তাই না? আপনি যা করেছেন, এখন যা করছেন তার কারণ এটাই। আপনার সামনে কে দাঁড়িয়ে আছে, সেটা আগে দেখুন।”
সোনু নিগমের এই মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ‘কর্ণাটক রক্ষা বেদিকে’ নামের একটি বেঙ্গালুরু ভিত্তিক সংগঠনের সভাপতি তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গায়ক কর্ণাটকের কন্নড় ভাষাভাষী জনগণের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দিয়েছেন, যা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।
সংগঠনের দাবিতে বলা হয়, “সাধারণ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করে সোনু নিগম কন্নড় ভাষাভাষীদের অসহিষ্ণু ও হিংস্র বলে প্রতিপন্ন করেছেন। এটা কন্নড় সম্প্রদায়ের শান্তিপ্রিয় স্বভাবের সম্পূর্ণ পরিপন্থী।”
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ সোনু নিগমের পাশে দাঁড়ালেও, অনেকেই তার মন্তব্যকে অপ্রাসঙ্গিক এবং উস্কানিমূলক বলে সমালোচনা করছেন।
এখন দেখার বিষয়, এই ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নেয় এবং সোনু নিগম পরবর্তী সময়ে এই বিষয়ে আরও কী প্রতিক্রিয়া দেন।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ