যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী ঊষা এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে আগামী সপ্তাহে ইতালি ও ভারত সফরে যাচ্ছেন। ভ্যান্সের কার্যালয় বুধবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফর শুরু হবে ১৮ এপ্রিল এবং শেষ হবে ২৪ এপ্রিল।
জানা গেছে, ভ্যান্স দম্পতি ইতালিতে খ্রিস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টারের আগের পবিত্র সপ্তাহ (হলি উইক) পালনে অংশ নেবেন। ইতালিতে অবস্থানকালে তারা দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি, ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে তাদের।
ইতালি সফর শেষে ভ্যান্স পরিবার ভারত সফরে যাবেন। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত সফরের সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতে অর্থনৈতিক সম্পর্ক এবং ভূরাজনৈতিক অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের কিছু কঠোর শুল্ক নীতির কারণে ভারতের ওপর বাণিজ্যিক চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ভ্যান্সের সফরকে অনেকেই সমস্যার সমাধানে সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, এই সফরের সময় শুল্ক ইস্যুতে কোনো ইতিবাচক অগ্রগতি হতে পারে।
ভারত সফরের অংশ হিসেবে জেডি ভ্যান্স ও তার পরিবার জয়পুর ও আগ্রা সফরে যাবেন বলে জানা গেছে। সেখানে তারা ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জেডি ভ্যান্সের এই ভারত সফর কেবল ব্যক্তিগত বা পারিবারিক নয়, বরং এতে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতির গভীর ছায়া রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার বিদ্যমান বাণিজ্যিক টানাপোড়েনের পটভূমিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।
তথ্যসূত্র: এনডিটিভি নিউজ