ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে সাকিব (১৭) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক।
ঘটনাটি ঘটে রোববার (৪ মে) দিবাগত রাতে মাদলা সীমান্ত এলাকায়। নিহত সাকিব মাদলা গুচ্ছগ্রামের বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মণ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অপরদিকে, আহত সুজনকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ মে) সকালে সাকিবের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত কিশোর সাকিবের মরদেহ বর্তমানে তার গ্রামের বাড়িতে রয়েছে। তবে কী কারণে তারা সীমান্ত এলাকায় গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, চোরাই মোটরসাইকেল আনতে ভারতীয় নাগরিক সুজন বর্মণের সহায়তায় সীমান্তে গিয়েছিল সাকিব। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা উভয়েই গুলিবিদ্ধ হন।
নিহত সাকিবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এবং বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ