আজকে দুপুরের মধ্যে আট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের আটটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এতে নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হওয়ায় মানুষজনের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি মৌসুমি বৈচিত্র্যজনিত স্বাভাবিক ঘটনা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের কয়েকদিনেও দেশের বিভিন্ন এলাকায় এমন বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা থাকতে পারে। তাই নদীপথে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Leave a Reply