দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্টটি আগামী রবিবার (১৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। রাতটা তারা ঢাকায় অবস্থান করবে এবং পরবর্তী দিন (বুধবার) সকালে ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। প্রায় পাঁচ বছর পর বাংলাদেশে সাদা পোশাকের ক্রিকেট খেলতে আসছে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালে তারা বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল, কিন্তু ওই একমাত্র টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হারতে হয়েছিল তাদের। যদিও গত বছর জিম্বাবুয়ে টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল।
এবারের টেস্ট সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল, কিন্তু টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজটি পিছিয়ে দেওয়া হয় এবং দুই দল পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলেছিল।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি ২৮ এপ্রিল শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (আগের নাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)। এই সিরিজে জিম্বাবুয়ে তাদের দলের শক্তি পরীক্ষা করতে এবং বাংলাদেশের বিপক্ষে সমানতালে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সূত্র: দৈনিক জনকণ্ঠ