বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ খেলোয়াড়ের পারফরম্যান্সে ধীরে ধীরে পড়তি দেখা যায়। কিন্তু পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যেন এ ক্ষেত্রে ব্যতিক্রম। যখন অন্য খেলোয়াড়রা তাদের ক্যারিয়ার শেষের দিকে চলে যান এবং বুট তুলে রাখেন, তখন রোনালদো এখনও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন।
শুধু মাঠে না, তার গোলও কাঁপাচ্ছে জাল। চলতি মৌসুমে ৩৬টি ম্যাচে ৩২টি গোল করে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বর্তমানে তিনি আল-নাসরের হয়ে খেলছেন এবং তার লক্ষ্য হলো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে হাজারতম গোল করা। বর্তমানে তার গোলসংখ্যা ৯৩৩টি।
রোনালদোর গোল করার ক্ষুধা দেখে মনেই হয় না যে তার বয়স ৪০ বছর। তিনি যেন ক্যারিয়ারের সেরা সময়েই আছেন। তার এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন আল-ওখদুদের কোচ পাওলো সার্জিও। কোচ জানালেন, রোনালদো শুধু সৌদি চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ই নন, তিনি সেই লিগের পতাকাবাহী।
পাওলো সার্জিও বলেন, “রোনালদো সৌদি চ্যাম্পিয়নশিপের পতাকাবাহী। তাকে কেন্দ্র করেই লিগের মার্কেটিং পরিচালনা হয়। এতে বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে।” তিনি আরও বলেন, “রোনালদো অবিশ্বাস্য সব গোল করে চলেছে এবং যে ম্যাচে অংশগ্রহণ করছে, সেই ম্যাচের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিচ্ছে।”
রোনালদোর এ ধরনের অপ্রতিরোধ্য পারফরম্যান্স তাকে পৃথিবীজুড়ে আরও অনেক জনপ্রিয় করে তুলেছে এবং সৌদি ফুটবল লিগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ