মায়ানমারে নববর্ষ উপলক্ষে ৪৮৯৩ বন্দিকে মুক্তি

মায়ানমারের সামরিক সরকারের প্রধান গতকাল দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ উপলক্ষে প্রায় ৪,৯০০ বন্দিকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছেন। এই ঘোষণা রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় এবং ব্লুমবার্গে প্রকাশিত সংবাদ অনুযায়ী, বন্দিদের মধ্যে অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি রয়েছেন।

মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে অনেকেই রাজনৈতিক কারাগারে বন্দি ছিলেন। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে প্রায় ১৯টি বাসে করে বন্দিদের মুক্তি দেওয়া হয়। বন্দির পরিবারের সদস্যরা সকাল থেকে অধীর আগ্রহে ফটকের বাইরে অপেক্ষা করছিলেন এবং মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাগত জানান।

পলিটিক্যাল প্রিজনার্স নেটওয়ার্ক-মায়ানমার নামক একটি পর্যবেক্ষণ গোষ্ঠী জানায়, মায়ানমারে কারাগারে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাধারণ ক্ষমা ঘোষণার পর অন্তত ২২ জন রাজনৈতিক বন্দি মুক্তি পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ক্ষমতাসীন সরকার বিরোধী দলের সদস্য ছিলেন।

এমআরটিভি সংবাদ জানায়, সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং ৪,৮৯৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। এর মধ্যে ১৩ জন বিদেশি বন্দিও মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়া বিদেশি বন্দিদের মায়ানমার ছাড়তে দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে অনেকেই গুরুতর অপরাধের অভিযোগে দণ্ডিত ছিলেন। তবে, ধর্ষণ ও হত্যার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত বন্দিদের সাজা কমানো হয়নি। নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাজা বিশেষভাবে কমানো হয়েছে। তবে, মুক্তি দেওয়ার সময় বন্দিদের জানানো হয়েছে, যদি তারা আবার কোন অপরাধে জড়িয়ে পড়েন, তাহলে নতুনভাবে পাওয়া কারাদণ্ডের সঙ্গে পূর্বের মওকুফ হওয়া কারাদণ্ডও ভোগ করতে হবে।

তথ্য সূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply