আজ জিতলেই নিশ্চিত ভারতের টিকিট

দ্বিতীয় বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য টিকিট নিশ্চিত করতে টাইগ্রেসদের প্রয়োজন মাত্র একটি জয়।

পাকিস্তানে চলমান আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। আজ তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলেও নিশ্চিত হবে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা।

টানা তিন জয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে ফেলেছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট। রানরেটও যথেষ্ট ভালো হওয়ায় এমনকি কম ব্যবধানে হারলেও সুযোগ থাকছে মূল পর্বে জায়গা করে নেওয়ার।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানালেন, “এই টুর্নামেন্টে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা নিয়ে এসেছিলাম। লক্ষ্য ছিল বিশ্বকাপ নিশ্চিত করা, আমরা প্রায় সেই লক্ষ্যেই পৌঁছে গেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আমরা একই পরিকল্পনায় খেলব।”

এই টুর্নামেন্টে নিজেকে এক নতুন উচ্চতায় তুলে এনেছেন জ্যোতি। প্রথম ম্যাচেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন মাত্র ৭৮ বলে, যা বাংলাদেশের নারীদের ওয়ানডেতে দ্রুততম শতক। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ রানের ইনিংস এবং স্কটল্যান্ডের বিপক্ষে ৫৯ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে দেখিয়েছেন ধারাবাহিকতা।

এবারের আসরে শুধু জ্যোতিই নয়, দলের গোটা ব্যাটিং ইউনিটই দারুণ ছন্দে রয়েছে। অধিনায়ক বলেন, “গত কয়েক বছর আমাদের মূল সমস্যা ছিল ব্যাটিং। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা রান পেত না। এবার টপঅর্ডার ব্যাটাররা রান করছে এবং ধারাবাহিকভাবে করছে, যা আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।”

যদিও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং এবং বোলিং নিয়ে খানিকটা হতাশা প্রকাশ করেছেন জ্যোতি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৭৬ রান করার পর স্কটিশদের সাত উইকেট ফেলে ভালো শুরু করলেও, পরবর্তী সময়ে তারা ঘুরে দাঁড়িয়ে ২৪২ রান করে।

জ্যোতি বলেন, “আমাদের লক্ষ্য ছিল ২৫০-এর বেশি রান করা এবং আমরা সেটা করেছি। কিন্তু ফিল্ডিং ও বোলিংয়ে আমরা যেভাবে শুরু করেছিলাম, তা ধরে রাখতে পারিনি। এতে আমি কিছুটা হতাশ হয়েছি।”

এই ম্যাচটি বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে। একটি জয়ই নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট, যা হবে দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপে টাইগ্রেসদের অংশগ্রহণ।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক স্পোর্টস

Leave a Reply