কুয়েটের সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। আজ ২২ এপ্রিল (মঙ্গলবার) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কুয়েট ভিসির কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।
সাদিক কায়েম প্রশ্ন তোলেন, “কুয়েট ভিসি কি নিজের মনুষ্যত্ববোধ জলাঞ্জলি দিয়েছেন?” তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার বিচার তো হয়নি, বরং অন্যায়ভাবে ভুক্তভোগী শিক্ষার্থীদেরই বহিষ্কার করা হয়েছে। এমন জঘন্য ও ন্যাক্কারজনক ভূমিকা এর আগে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতিত সাবেক ভিসি মাকসুদ কামালের কাছ থেকে। তার পরিণতিও ভয়াবহ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, অন্যায় বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ভিসির পদত্যাগের দাবিতে বর্তমানে একাধিক শিক্ষার্থী অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সাদিক কায়েম সতর্ক করে বলেন, “এই পরিস্থিতিতে কুয়েট ভিসি মাসুদের পদত্যাগ ছাড়া সংকটের আর কোনো সমাধান নেই। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে পদত্যাগ করুন— না হলে ছাত্র জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনাকেও করুণ পরিণতি ভোগ করতে হবে।”
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ